Description
বীরূৎ বর্গের, দেখতে অনেকটা মেহেলি পাতার মতো; আরবীতে সোনামাক্কী বা সেনা লিভস যা বাংলাদেশে সোনা পাতা নামে অধিক পরিচিত। সোনা পাতা হার্বাল বিশ্বে অধিক জনপ্রিয় একটি নাম। সোনা পাতার চা খেতে সামান্য মিষ্টি এবং অধিক তিতা যদি কড়া করে বানানো হয়। তাই, সাধারণ চায়ের সাথে মিশিয়ে খাওয়া যায়। সোমালিয়া, পাঞ্জাব, সুদান, উত্তর ভারতে প্রচুর পরিমাণে এই সোনা পাতা পাওয়া যায়।
বিশ্ব হার্বাল গবেষণা ইন্সটিটিউট এই ভেষজ উদ্ভিদকে অত্যন্ত শক্তিশালী ভেষজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোনাপাতা নিয়ে হাদিসে আছে, যদি মৃত্যুকে ঠেকানো যায় তবে সোনা পাতাই সেটা। তাই, এই সোনা পাতার গুণ বলে শেষ করা যাবে না।
অধিকাংশ বিশেষজ্ঞের মতে সোনা পাতা ভেষজ হিসেবে সরাসরি ব্যবহারের চাইতে এর গুড়া নিয়মিত খেলে শরীর ভেতর থেকে পরিষ্কার হয়। হালকা একটা বুনো গন্ধ আছে এই ফার্ণ জাতীয় উদ্ভিদে। ওজন হ্রাসের জন্য, অন্ত্রের বাড়তি আবর্জনা পরিষ্কার করতে এবং রক্তকে পরিশুদ্ধ করতে সোনা পাতার গুড়ার তুলনা নেই।
Reviews
There are no reviews yet.