Description

Azadirachta indica প্রজাতির অন্তর্গত নিমগাছ ভারত, বাংলাদেশ, পাকিস্থান, মায়ানমার, শ্রীলঙ্কার একটি আদি চিরসবুজ গাছ। নিম পাতা শুকিয়ে, গুঁড়ো করে নিম পাওডার তৈরি হয়, এই গুড়োতে কাঁচা নিমপাতার মতই সমান ঔষুধীগুন বিদ্যমান থাকে।
এর এ্যন্টিব্যাকটেরিয়াল, এন্টিসেপটিক, এ্যান্টি মাইক্রোবিয়াল এবং এ্যান্টি ইনফ্লাম্যাটোরির মত বৈশিষ্ট্যগুলো ইনফেকশন, এ্যালারজিতে উপকারি।