মানব দেহের সুস্থতার জন্য জৈব  বা প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত খাদ্য দ্রব্যের  গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম । প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে খাদ্য উৎপাদনে বেড়ে যাচ্ছে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার । শুধু খাদ্য শস্যই না প্রকৃতি আমাদের দিয়েছে বিপুল ভেষজ ভাণ্ডার যা হাজার বছর ধরে মানুষ ব্যাবহার করে আসছে সুস্থ-সুন্দর জীবনের  জন্য ।  আজ আমরা কথা বলব কালের গর্ভে বিলীন হতে যাওয়া এই সব প্রাকৃতিক কিছু ভেষজ উদ্ভিদ নিয়ে।

  • আমলকিঃ আমলকি একটি ভেষজ ফল। এতে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে যা বিভিন্ন রোগ সারাতে কার্যকরি ভূমিকা পালন করে।
  • অশ্বগন্ধাঃ যার ইউনানি নাম এসগন্ধ । এ গাছের মূল বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার হয়।
  • অজূর্নঃ অর্জুন গাছের ছাল দিয়ে ঔষধ তৈরি করা হয় যা শক্তিবর্ধক হিসেবে কাজ করে।
  • মধুঃ মধু সম্পূর্ন প্রকৃতির প্রদত্ত একটি বিশেষ উপাদান যা ত্বক ও স্বাস্থের জন্য উপকারি।
  • ত্রিফলাঃ ত্রিফলায় রয়েছে তিনটি ফলের মিশ্রন । হরিতকি, আমলকি ও বহেরার গূড়া যা মানব দেহের ভারসাম্য বজায় রাখতে সহায়ক।
  • কালোজিরাঃ আমরা সবাই জানি কালোজিরা মৃত্যু ব্যতিত সকল রোগের ঔষধ। নিয়মিত কালোজিরা সেবনে সকল ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

আরও বেশ কিছু ঔষধি গাছের গুনের কথা চলুন যেনে নেয়া যাক-

আমাশয়, রক্তমাশয়, মুখের ঘা, বাতের ব্যাথা ও উকুন নাসে বিশেষ ভুমিকা পালন করে বেল, পেপে,কুড়চির ও অগ্নিশিখা।

জ্বর, খুশ খুশে কাশি, বাতের ব্যথা, চুলপরা,হজমে বেশ উপকার করে নিম, মৌরি, মেথি, বড় আকন্দ, বহেরা ও নাগেশ্বর।

আমাদের ঐতিহ্য থেকে প্রায় হারিয়া যাওয়া ভেষজ গুলো নিয়ে কাজ করছে myorganicbd । myorganicbd পরবর্তী প্রজন্মকে ভেজাল ও বিষমুক্ত জিবন উপহার দেয়ার ইচ্ছা রাখে।ভেজালের এই ভিড়ে সবার জন্য সম্পূর্ণ বিষমুক্ত ভেষজ পণ্যের সমাহার নিয়ে সামনে এগিয়ে এসেছে myorganicbd। প্রায় হারিয়ে যাওয়া এই ভেষজগুলোকে খাদ্য সহায়ক হিসেবে সবার কাছে পৌঁছে দিচ্ছে myorganicbd।

To explore the Podcast Visit – https://youtu.be/IgCJ9tVMZA8

১০ টি উদ্ভিদের ভেষজ গুণাবলী
Website | + posts
Cart
  • No products in the cart.