টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্টার্টআপ ইস্তাম্বুলের সেরা ১০০-তে জায়গা করে নিয়েছে দেশের অর্গানিক খাদ্য সবররাহকারী প্রতিষ্ঠান ‘মাইঅর্গানিক’।স্টার্টআপ ইস্তাম্বুল বিশ্বের ১৪০টি দেশের ৯৪ হাজার স্টার্টআপ থেকে সেরা ১০০ স্টার্টআপ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত করেছে।সেরা ১০০ স্টার্টআপের তালিকায় অর্ন্তভুক্ত হওয়া উপলক্ষে মাইঅর্গানিক সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।অনুষ্ঠানে ছিলেন, ই-ক্যাবের প্রাক্তন প্রেসিডেন্ট ও ফেইসবুক গ্লোবাল কমিউনিটি লিডার রাজীব আহমেদ। তিনি বলেন, আন্তর্জাতিক সম্মাননা যে কোন স্টার্টআপের জন্য একটি বিরাট অর্জন। আমাদের উচিৎ এই ধরনের স্টার্টআপগুলোকে উৎসাহিত করা। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি।মাইঅর্গানিক’ বিডি ডটকমের ফাউন্ডার ও সিইও শরিফুল আলম পাভেল বলেন, আমরা বিশ্বাসযোগ্য একটি প্লাটফর্ম তৈরির সর্বোচ্চ চেষ্টা করেছি যেখান থেকে মানুষ নিশ্চিন্ত মনে নির্ভেজাল ও বিষমুক্ত খাদ্যদ্রব্যের অর্ডার করতে পারে।
source: techshohor.com