মাই অরগানিক বিডি

ইস্তাম্বুলের তালিকায় বাংলাদেশি স্টার্টআপ হিসেবে জায়গা পায় মাই অরগানিক বিডি। এর উদ্যোক্তা শরিফুল আলম বলেন, নিরাপদ ও অরগানিক খাবার কম খরচে সরবরাহ করার লক্ষ্যে তাঁদের এ উদ্যোগ। এটি মূলত একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে গ্রাহক অরগানিক পণ্য কিনতে পারেন। কৃষকদের কাছ থেকে সরাসরি নেওয়া নিরাপদ খাবার নিয়ে এ উদ্যোগ ২০১৭ সালে শুরু হয়। স্টার্টআপ ইস্তাম্বুল থেকে এ উদ্যোগ সম্পর্কে জানানোর জন্য আমন্ত্রণ করা হয়। শরিফুল আলম বলেন, ‘মাই অরগানিক বিডি ডট কম (My Organic BD. com), একটি অরগানিক বা প্রাকৃতিকভাবে উৎপাদিত খাদ্য শস্য ও পণ্যদ্রব্য সরবরাহকারী প্রতিষ্ঠান, যা জনসাধারণকে প্রকৃতিজাত পণ্য ব্যবহারের সুফল সম্পর্কে ধারণা প্রদান করে এবং তাদের সুস্থ জীবনযাপনে সহজ পথ দেখায়। প্রাকৃতিক পণ্য উৎপাদন ও বিপণনেও রয়েছে বিশেষ দক্ষতা। আমাদের শস্য উৎপাদন প্রক্রিয়াগুলো ভেজালমুক্ত। চাষাবাদে প্রাকৃতিক পদ্ধতি, যা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। উন্নত ফসলের জন্য রাসায়নিক সারের পরিবর্তে আমরা বেছে নিয়েছি জৈব সার, এমনকি কীটপতঙ্গ দূর করতেও এখানে প্রাকৃতিক ব্যবস্থা গ্রহণ করা হয়। অরগানিক পণ্য সম্পর্কে জনসচেতনতা তৈরি আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য।’

মাই অরগানিক
Website |  + posts
Cart
  • No products in the cart.