কালোমেঘের পরিচিতি ও ভেষজ গুণাবলি:

বর্ষজীবী গুল্ম বিশেষ। ৪০-৮০ সেমিঃ উচ্চতার এ উদ্ভিদের কান্ড চৌকাণাকার হয়। পাতা সরল, বোঁটা ছোট। পাতা জালি সদৃশ শিরা বিন্যাসযুক্ত। দু’ওষ্ঠ বিশিষ্ট ফুলের আকৃতি খুব ছোট। ক্যাপসুলের মতো লম্বাটে ফল হয় যাতে ১২ টি বীজ থাকে। বর্ষার শেষ হতে শীতের আমেজ থাকা পর্যন্ত সময়ের মধ্যে ফুল ও ফল হয়।

প্রচলিত নামঃ কালোমেঘ

ইউনানী নামঃ জিগার বুটি

আয়ুর্বেদিক নামঃ কালমেঘ, মহাতিতা

ইংরেজি নামঃ Creat

বৈজ্ঞানিক নামঃ Andrographis paniculata Wall. Ex Nees

পরিবারঃ Acanthaceae

কালোমেঘের পরিচিতি ও ভেষজ গুণাবলি:

কালোমেঘের পরিচিতি ও ভেষজ গুণাবলি:

প্রাপ্তিস্থানঃ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে বন্যভাবে পাওয়া যায়, তবে প্রায় সব বাগানেই চাষ করা হয়।

রোপনের সময় ও পদ্ধতিঃ বর্ষার শুরুতে কালোমেঘের চাষ করতে হয়। এটি ছায়াতে জন্মায়, তাই জঙ্গলে অন্য গাছের নিচেও এর চাষ করা যায়। পরিপক্ক ফল থেকে বীজ সংগ্রহ করার পর তা বীজ তলায় বপন করে চারা তৈরি করা যায়। ২-৩ মাস বয়সের চারা রোপনের জন্য উপযুক্ত। জুন-জুলাই মাসে চারা লাগাতে হয়।

রাসায়নিক উপাদানঃ কালোমেঘিন ও এনড্রোগ্রাফোলাইড সহ বহু গ্লাইকোসাইড, ফ্ল্যাভোনয়েড দ্রব্য ও স্টেরল এই উদ্ভিদে বিদ্যমান।

ব্যবহার্য অংশঃ সমগ্র উদ্ভিদ, পাতা।

গুনাগুনঃ রক্ত পরিষ্কারক, পাকস্থলি ও যকৃতের শক্তিবর্ধক, রেচক ও কৃমিনাশক। জ্বর, পেটের রোগ, অজীর্ণ, রক্ত আমাশয় ও ঘা-পাঁচড়ার চিকিৎসার কার্যকরী।

বিশেষ কার্যকারিতাঃ পাকস্থলি ও যকৃতের শক্তিবর্ধক, রক্ত পরিষ্কারক, রেচক ও কৃমিনাশক।

রোগ অনুযায়ী ব্যবহার পদ্ধতিঃ

রোগেরনামঃ ঘা-পাঁচড়ায়
ব্যবহার্য অংশঃ পাতা ও উদ্ভিদ
মাত্রাঃ ৫ গ্রাম
ব্যবহার পদ্ধতিঃ কাঁচাপাতা আধাচূর্ণ করে সকাল-বিকাল সেব্য এবং পাতা সিদ্ধ পানি দিয়ে আক্রান্ত স্থানে ধৌত করতে হবে।

রোগেরনামঃ যকৃত ও পেটের অসুখে
ব্যবহার্য অংশঃ সম্পুর্ন উদ্ভিদ
মাত্রাঃ ৫-১০ গ্রাম
ব্যবহার পদ্ধতিঃ আধাচূর্ণ করে ১ কাপ পানিতে জ্বাল করা ১/২ কাপ হলে ছেঁকে নিয়ে প্রত্যহ ২ বার সেব্য।

রোগেরনামঃ রক্ত আমাশয়ে
ব্যবহার্য অংশঃ পাতার রস
মাত্রাঃ ৫-১০ মিলি (১-২ চা চামচ)
ব্যবহার পদ্ধতিঃ সকাল-সন্ধায় পানিসহ সেব্য।

রোগেরনামঃ জ্বরে
ব্যবহার্য অংশঃ পাতার রস
মাত্রাঃ ৫-১০ মিলি
ব্যবহার পদ্ধতিঃ সকাল-সন্ধায় পানিসহ সেব্য।

রোগেরনামঃ কৃমি ধ্বংসে
ব্যবহার্য অংশঃ পাতার রস
মাত্রাঃ ৫ মিলি
ব্যবহার পদ্ধতিঃ সমপরিমান কাঁচা হলুদের রসের সাথে চিনি মিশ্রিত করে সকাল-বিকালে সেব্য।

সতর্কতাঃ মাত্রাতিরিক্ত ব্যবহার অনুচিত।

আমাদের এ লেখাটি ভালো লাগলে আরো পড়তে পারেন :

অনন্তমূলের পরিচিতি ও ভেষজ গুণাবলি

কালোমেঘ
Website |  + posts
Cart
  • No products in the cart.