উলটকম্বল :
উলটকম্বল প্রায় ২ মিটার উচ্চতার বৃক্ষ বিশেষ। পাতার উপর পৃষ্ঠ রোঁয়া বিশিষ্ট। এর ডাঁটা ও ছাল পানিতে কচলালে বিজল সৃষ্টি হয়। ফুল কালচে লাল বর্ণের। ফল প্রথমে সবুজ, পাকলে কালো দেখায়। ফলের ভিতর অসংখ্য রোঁয়া ও কালী জিরার মত অনেক বীজ থাকে।
প্রচলিত নামঃ ওলটকম্বল
ইউনানী নামঃ ওলট কম্বল
আয়ুর্বেদিক নামঃ ঔলট কম্বল
ইংরেজি নামঃ Devil’s Cotton
বৈজ্ঞানিক নামঃ Abroma augusta Linn.
পরিবারঃ Sterculiaceae|
- প্রাপ্তিস্থানঃ বাড়ীর আঙ্গিনায় বা বাগানে লাগানো হয়। চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহের বনাঞ্চলে এমনিতেও জন্মাতে দেখা যায়।
- রোপনের সময় ও পদ্ধতিঃ জুলাই-আগষ্ট মাসে বীজ সংগ্রহ করে কিছুটা রোদে শুকিয়ে এক থেকে দুই মাসের মধ্যে বীজতলায় লাগাতে হয়। ছায়া সহ্য করতে পারে বিধায় অন্য গাছের নিচে সহজেই উলটকম্বল চাষ করা যায়। বেলে-দোআঁশ মাটি চাষের জন্য উপযুক্ত। মাটি, গোবর ও ভিজা কাঠের ভুষি ২: ১: ১ অনুপাতে মিশিয়ে বীজতলা তৈরি করতে হয়। বপনের আগে বীজ দু’ঘন্টা পানিতে ভিজিয়ে নিলে বেশী পরিমাণে বীজ অঙ্কুরিত হয়।
- রাসায়নিক উপাদানঃ পাতায় ও শাখার ছালে স্টেরল ও অন্যান্য গ্লাইকোসাইড এবং মূলের
- ছালে অ্যালকোহল, স্টেরল, গঁদ ও ম্যাগনেসিয়াম লবণ বিদ্যমান।
- ব্যবহার্য অংশঃ পাতার ডাঁটা, মূলের ছাল, ক্ষেত্র বিশেষে সমগ্র উদ্ভিদ।
- গুনাগুনঃ রজঃকৃচ্ছতা, প্রসাবে জ্বালা-যন্ত্রনা, প্রদর, বিলম্বে ঋতুদর্শন, জরায়ুর স্থানচ্যুতি ও প্রমেহ।
- বিশেষ কার্যকারিতাঃ রজঃকৃচ্ছতা, প্রসাবে জ্বালা-যন্ত্রনায় বিশেষ কার্যকর।
- রোগ অনুযায়ী ব্যবহার পদ্ধতিঃ
- রোগেরনামঃ রজঃকৃচ্ছতা
ব্যবহার্য অংশঃ মূলের ছাল
মাত্রাঃ ৬০ গ্রাম
ব্যবহার পদ্ধতিঃ প্রতিবারে ২৫০ মিলি পানিতে জ্বাল দিয়ে অর্ধেক হলে ছেঁকে সকালে ও বিকালে সেব্য। - রোগেরনামঃ প্রসাবে জ্বালা-যন্ত্রনায়
ব্যবহার্য অংশঃ পাতার ডাঁটা
মাত্রাঃ ৩-৪ টি
ব্যবহার পদ্ধতিঃ ২৫০ মিলি পানিতে কচলিয়ে প্রয়োজনে সামান্য চিনি মিশিয়ে সকাল-সন্ধ্যায় সেব্য। - রোগেরনামঃ প্রদর-এ
ব্যবহার্য অংশঃ মূলের ছালচূর্ণ
মাত্রাঃ ২৫০ মিলি
ব্যবহার পদ্ধতিঃ সকাল-সন্ধ্যায় খালি পেটে পানিসহ সেব্য। - রোগেরনামঃ জরায়ুর স্থানচ্যুতিতে
ব্যবহার্য অংশঃ তাজা মূলের ছাল
মাত্রাঃ ৫ গ্রাম
ব্যবহার পদ্ধতিঃ পিষে নিয়ে পানিতে মিশিয়ে সকাল-সন্ধ্যায় সামান্য চিনি সহ সেব্য। - সতর্কতাঃঅধিক সেবনে এলার্জি দেখা দিতে পারে।